নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একটি আমবাগান থেকে এক আগের রাতে নিখোঁজ এক মাদ্রাসাছাত্রের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, উপজেলার কয়রাডাঙ্গা গ্রাম থেকে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আবির হোসাইনের লাশ তারা উদ্ধার করেন।
আনুমানিক ১০ থেকে ১২ বছর বয়সী আবিরের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার খালকুলা গ্রামে। সে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা নূরানি হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
ওসি বলেন, “আবির গত ১৫ জুন ওই মাদ্রাসায় ভর্তি হয়। মঙ্গলবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশেপাশে খোঁজাখুঁজি করা হলেও আবিরের কোনো হদিস মেলেনি।”
সকালে মাদ্রাসার পেছনে একটি আমবাগানে আবিরের মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখা যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “মাদ্রাসার লোকজন ও স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে আবিরের লাশ উদ্ধার করে। তবে তার মাথা পাওয়া যায়নি।”
হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত কিরা হচ্ছে বলে ওসি জানান।