নিউজবাংলা ডেস্ক:
কারও জীবন বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হওয়া মর্মান্তিক ও ভয়াবহ অভিজ্ঞতাই। সে হিসেবে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে ব্রেট লিকে। মুম্বাইয়ে ট্রাইডেন্ট হোটেলে ডিন জোন্স হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তাঁর পাশে ছিলেন লি। চেষ্টা করেছিলেন তাঁকে সারিয়ে তোলার। কিন্তু জোন্সকে বাঁচাতে পারেননি। এ ব্যাপারটি হয়তো সারা জীবনই তাড়া করে ফিরবে অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলারকে।
আইপিএলে ম্যাচ শুরুর আগে ‘সিলেক্ট ডাগ আউট’ শো তে বিশ্লেষকের ভূমিকায় জোন্সের সঙ্গে ছিলেন ব্রেট লি ও নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্কট স্টাইরিস। আইপিএল ধারাভাষ্যের কাজে মুম্বাইয়ে ছিলেন তাঁরা। হোটেল লবিতে জোন্স হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সময় তাঁর সঙ্গেই ছিলেন লি। এ জোন্সকে জাগিয়ে তোলার চেষ্টা করেন তিনি। সাহায্য চেয়েছিলেন বাকিদের, ডেকেছিলেন অ্যাম্বুলেন্সও। পরে শোক কাটিয়ে নিজের কাজটা টিভিতে করেছেন লি পাশে জোন্সের চেয়ার খালি রেখে।