নিউজবাংলা২৪ ডেস্ক: টিভি নাটকের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। বরাবরই তার নির্মাণশৈলিতে থাকে ভিন্নতা। তারই ধারাবাহিকতায় করোনার এই দুঃসময়ে বিনোদন অঙ্গনের নেপথ্যের মানুষের সংকট ও বাস্তবতা নিয়ে ‘নেপথ্যের আলো’ শিরোনামে একটি ভিডিও নির্মাণ করেছেন তিনি। তার সঙ্গে আরো আছেন নাট্যকার ফারিয়া হোসেন। এই ভিডিওতে করোনাকালে নাটক নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রতিটি বিভাগের মানুষের সংকট ও অস্তিত্বের কথা জানান দেওয়া হয়েছে। পরিচালক, নাট্যকার, সহকারী পরিচালক, ক্যামেরাম্যান, এডিটর, লাইট ক্রু, মেকআপম্যান, প্রোডাকশন ক্রু, শুটিং হাউস মালিকসহ ৫০ জন মানুষ তাদের মত ব্যক্ত করেছেন এই সময় নিয়ে। এদের মধ্যে রয়েছেন অভিনেতা আবুল হায়াত, মাহফুজ আহমেদ, সালাউদ্দিন লাভলু, এস এ হক অলীক, শিহাব শাহীন, দীপংকর দীপন, অনিমেষ আইচ, বদরুল আনাম সৌদ, মোস্তফা কামাল রাজ, রেদোয়ান রনি, কৌশিক শংকর দাস, সকাল আহমেদ, বান্নাহ, সোহেল আরমান, আবু হায়াত মাহমুদ, শুভ্র খান, শ্রাবণী, প্রীতি দত্ত, পিকলু চৌধুরী, অরুণা বিশ্বাস, শাহনেওয়াজ কাকলী, হৃদি হক, শহীদ উন নবী, নাজমুল রনি, সুব্রত মিত্র, শহীদুজ্জামান সেলিম, তুহিন হোসেন, শমী কায়সার প্রমুখ। নাট্যকার হিসেবে আছেন ইমদাদুল হক মিলন, অরুণ চৌধুরী, মাসুম রেজা, এজাজ মুননা, পান্থ শাহরিয়ার, ইফফাত আরেফীন তন্বী, শান্তনু, ফারিয়া হোসেন, জিনাত হাকিম, নাজনীন হাসান চুমকি প্রমুখ।

সূত্র: মানব জমিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here