নিজস্ব প্রতিবেদক

সব বাধা উপেক্ষা করেই রাজধানীর চকবাজারে রাসায়নিক দ্রব্যের দোকান ও গুদাম উচ্ছেদে অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রবিবার দুপুরে সচিবালয়ে ২৫ ও ২৬শে মার্চের নিরাপত্তা নিয়ে সভা শেষে শক্ত ভাষায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যত বাধাই আসুক জনস্বার্থে চকবাজারে অভিযান চলবে।”

তিনি বলেন,“প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে সিরিয়াস। এরইমধ্যে তিনি একটি দিক-নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ চলছে। ”

তিনি আরো বলেন, “আমরা একটি নীতিমালা তৈরির কাজ করছি। সরকারের এই কার্যক্রমে যারা বাধা দিচ্ছে, নিশ্চয়ই তাদের একদিন ভুল ভাঙবে এবং তারাই এই কাজে সরকারকে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি।”

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা বাস্তবায়নে ঢাকা দক্ষিণের মেয়র যে সহযোগিতা চাইবেন সরকারের পক্ষ থেকে তা করা হবে। ঢাকা শহরকে তিনি কিভাবে সাজাবেন এটা তার বিষয়। এখানে তার সিদ্ধান্তই চূড়ান্ত।”

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবসে কেপিআইভুক্ত এলাকা বাদে রাত ৯টায় এক মিনিটে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মৃতিসৌধ এলাকায় বরাবরের মতোই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এদিন রাস্তাঘাটে সব রকমের তোরণ নির্মাণ করা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here