না ফেরার দেশে চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী আজাদ রহমান। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাব’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’, ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি’সহ বহু গানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম।
প্লেব্যাক শিল্পী হিসেবে একবার ও সংগীত পরিচালক হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আজাদ রহমান।
গুণী এই শিল্পীর মৃত্যুতে সংগীত পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।