জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে নবগঠিত ছাত্র সংগঠন “বাংলাদেশ ছাত্রপক্ষ”। আজ শুক্রবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স এবং সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝরের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণ অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বাংলাদেশ ছাত্রপক্ষ’র কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স বলেন, দুঃখকজন হলেও সত্য যে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আজ ধ্বংসের দাঁড়প্রান্তে পৌঁছে গেছে।
সদ্য প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩’ এশিয়ার সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম নেই; প্রাচ্যের অক্সর্ফোড হিসাবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮৬তম অবস্থানে যা আমাদের জন্য জাতীয় লজ্জা। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি প্রত্যেকটি ক্ষেত্রে পিছিয়ে আছে; তাই আজ প্রয়োজন শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার।শিক্ষার মানের এমন অবনতিকে রাষ্ট্র কোনোভাবেই দায় এড়াতে পারে না।
বাংলাদেশ ছাত্রপক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর বলেন, দীর্ঘ ২৩ বছরের বছরের শোষণ বঞ্চনার বিরুদ্ধে যে স্বাধীনতার স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধে এই ভুখন্ডের ছাত্ররা জীবনকে অকাতরে উৎসর্গ করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে বাংলাদেশ ছাত্রপক্ষ। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার- মুক্তিযুদ্ধের এই তিনটি মূলনীতির বাস্তবায়নসহ ছাত্রদেরকে রাজনীতি সচেতন করে বাংলাদেশকে মেরামত করে কল্যাণরাষ্ট্রে পরিণত করার প্রত্যয় নিয়ে মহান মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এই পথচলায় নতুন উদ্যমে কাজ করবে বলে আমি মনে করি।
সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রপক্ষের সহকারী আহ্বায়ক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন মামুন, সহকারী সদস্য সচিব সারাফ আনজুম বিভা, হাসিবুর রহমান খান, নুসরাত জাহান নিশাত, কেন্দ্রীয় কমিটির সদস্য তানজিনা জুই, শাহাদাত হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি