প্রতি বছরের মতো এবারও জাতীয় কবিতা পরিষদ আয়োজন করছে জাতীয় কবিতা উৎসবের । উৎসবে অংশগ্রহনেচ্ছুদের নিবন্ধনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টি এস সি) ক্যাম্পাসে স্থাপিত হয়েছে উৎসব দফতর। নিবন্ধনের কাজ রোববার থেকে শুরু হয়েছে। চলবে বেশ বিছুদিন। এ উপলেক্ষে অনুষ্ঠিত সভায় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন বা দিক থেকে ছড়াকার মানসুর মুজাম্মিল, কবি ফরিদ সাইদ, কবি শিখা সরকার ও বিশিষ্ট কবি হাসনাইন সাজ্জাদী প্রমুখ।