ঢাকা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ওইসব আসনের সবগুলো কেন্দ্রেই তা ব্যবহার করা হবে।
শনিবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে একথা জানিয়েছেন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ।
সভা শেষে ইসি সচিব বলেন, দৈবচয়নে আসনগুলো বাছাই করা হবে। আর আসনগুলো হবে শহর এলাকায়। তবে কোন কোন আসনে ইভিএম ব্যবহার করা হবে তা জানা যাবে আগামী ২৮ নভেম্বর।
মোট ৬টি আসনের কতগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আসন নির্ধারণ করা হয়নি তাই প্রতিটি কেন্দ্রে গড়ে দেড়শটি করে কেন্দ্র ধরে নিলে মোট ৯শ কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হতে পারে।
আগামী ৩০শে ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। বাছাই ০২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ০৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।