নিউজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক গ্রাফিক নভেল ‘মুজিব’ জাপানি ভাষায় প্রকাশিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় টোকিওর বাংলাদেশ দূতবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনূদিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের স্ত্রী আকিয়ে অ্যাবে। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক, জাপানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও জাপানে প্রবাসী বাংলাদেশিরা।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনকে জাপানি শিশু-কিশোর ও জাপান প্রবাসী বাংলাদেশি সন্তানদের কাছে তুলে ধরার অভিপ্রায় নিয়ে এই উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি জানান, ইংরেজি ছাড়া প্রথম অন্য কোনো বিদেশি ভাষা হিসেবে জাপানিতে গ্রাফিক নভেল ‘মুজিব’ অনূদিত হলো।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আকিয়ে আবে বলেন, বঙ্গবন্ধু ছিলেন এক মহান নেতা । যেহেতু গ্রাফিক নভেল জাপানিদের খুব প্রিয়, তাই জাপানি ভাষার এটি পড়ে বঙ্গবন্ধু সম্পর্কে জাপানের শিশু-কিশোররা জানতে পারবে।
বইটি জাপানি ভাষায় অনুবাদ ও প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। ইউএনবি