কোনো একদিন

ইচ্ছেরা দাঁড়িয়ে আছে দেবদারু গাছের মতন
পাখির ডানায় ভর করে শান্তিরা খুঁজে বেড়ায়
আকাশের ঠিকানায় কোথায় কোন নীলিমায়,
জলছবি আঁকা আছে ঘাসের নরম বিছানায়
আমিও একদিন হেটে যাব নরম ঘাসের উপর দিয়ে
পাখির ডানায় ভর করে যেখানে সন্ধা নামে,
কোলাহল মুখরতা থেমে যায়
শিশিরের আওয়াজ হয়ে ভাসবো দিগন্তে
খুঁজে কি পাবে সেদিন আমায়,
সবার অলক্ষে জোনাকির আলোর হয়ে
হয়তো আসবো কোন এক অন্ধকারে,
নয়তো কোনো এক বর্ষায়
জল হয়ে পদ্মদীঘির পাতায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here