মো: হুমায়ুন কবির, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে এক বিকাশ এজেন্টের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। রবিবার রাত তিনটার দিকে কালীগঞ্জ পৌর এলাকার কাশীপুর গ্রামের স্টেশন রোডের শহিদুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। শহিদুল ইসলাম জানায়, রবিবার রাত ৩টার দিকে ৫/৬ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল তার বাড়ির গেটের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এরপর জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে আমাকে এবং আমার স্ত্রীকে জিম্মি করে। এরপর ডাকাতদল প্রায় আধাঘন্টা ধরে অবস্থান করে একে একে সকল আলমারি থেকে ১৭ ভরি স্বর্ণালংকার এবং বিকাশ এজেন্ট তার ছেলে বাপ্পির বিকাশ ব্যবসার নগদ ৩ লাখ ১০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়। তার ছেলে বাপ্পি ও বাপ্পির স্ত্রী আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। এ সুযোগে তার বাড়িতে ডাকাতি হয়েছে বলে জানান তিনি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া জানান, ডাকাতির খবর পেয়ে আমি এখন ঘটনাস্থলে আছি। ঘটনা জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।