হুমায়ুন কবীর, ঝিনাইদহ প্রতিনিধি:  কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সূবর্ণা রাণী সাহা কর্তৃক উপজেলা মৎস্য অফিসার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আনুমানিক দুপুর ২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-মেট্টো-খ-১১-৪৭৬৬ প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। সাথে সাথে কারেন্ট জালগুলি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় অবৈধ কারেন্ট জাল বহন করার অপরাধে গাড়ীর চালক মোঃ শাহিন (২২) কে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২) খ ধারা মোতাবেক ১০০০/- টাকা এবং গাড়ীর লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র ঠিক না থাকায় সড়ক পরিবহন আইন ১০২৮ এর ৭৫ ও ৭৭ ধারা মোতাবেক গাড়ীর মালিক জসিম উদ্দিনকে ৭০০০/- টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here