হুমায়ন কবির, ঝিনাইদহ প্রতিনিধি: ২১ শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষ্যে বিকালে শহরে বিক্ষোভ মিছিল শেষে রাত সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে শোকসভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্ল্যা, আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলাম লিটন, আবু তাহেরসহ উপজেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা ২১শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সভা শেষে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here