হুমায়ুন কবির , ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জয় দাস (৩৭) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আজাদ হোসেন নামে আর এক সহযোগী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কালিগঞ্জ সড়কের নওদাগা কাশিপুর নামক স্থানে। জয় দাস কালীগঞ্জ পৌরসভা দিন চাচড়া গ্রামের যোগেন দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায় কোটচাঁদপুর থেকে জয় দাস ও আজাদ হোসেন একটি মোটরসাইকেলে করে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। কোটচাঁদপুর উপজেলার নওদাগা কাশিপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে জয় দাস নিহত হয়। এ সময় আহত হয় সহযোগী আজাদ হোসেন। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করে। আজাদ হোসেন এর বাড়ি কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামে। আজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই যশোর ২৫০শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান জয় দাস এর মরদেহ কোটচাঁদপুর হাসপাতালে রাখা হয়েছে।
এদিকে ঝিনাইদহের মহেশপুরে আলমসাধূর চাপায় এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মহেশপুরে উপজেলার পুরন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আলমসাধূর চাপায় উপজেলার পুরন্দপুর দত্তরবেড়পাড়ার মৃত হাফেজ আলীর ছেলে জয়নাল আবেদীন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে পুরন্দপুর রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এ সময় ফতেপুর থেকে আসা মাছ বোঝায় একটি আলমসাধূ থাকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহের মর্গে পাঠিয়েছে।