নিউজবাংলা ডেস্ক:

টানা বৃষ্টিতে ভারতের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এছাড়া উত্তরের নদীগুলোর পানি বাড়ায় অবস্থা আরও ভয়াবহ হচ্ছে। বিহারে আরও ৭০ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছেন। এ নিয়ে ৮৩ লাখের বেশি মানুষ ক্ষতির মুখে পড়েছেন।

এদিকে ভারতের বিভিন্ন রাজ্যের রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকানপাট ডুবে আছে পানিতে। ভারি বৃষ্টিতে ডুবে গেছে সড়ক, তাই ব্যাহত হচ্ছে যান চলাচল। স্বাভাবিকের চেয়ে উঁচুতে বইছে গঙ্গা।

শুধু গঙ্গা নয়, নয়া দিল্লিতে প্রবাহিত যমুনা নদীর পানিও বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে সবাই।

বিহার রাজ্যও বন্যায় বিপর্যস্ত। রাজ্যটির ১৬ জেলা এখনও পানিতে ডুবে আছে। ক্ষতিগ্রস্ত ৮৩ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here