নিউজবাংলা ডেস্ক:

সম্ভাব্য অ্যান্টি-কোভিড-১৯ টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশের সহ-অর্থায়ন চেয়েছে চীনের বেসরকারি প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেড।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগের সচিব আবদুল মান্নান।

এ বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) তিনি বলেন, সিনোভ্যাক বায়োটেক লিমিটেড অ্যান্টি-কোভিড-১৯ টিকা ফেজ-৩ (তৃতীয় পর্যায়ের) মানবদেহে পরীক্ষা চালাতে সহ-অর্থায়নের জন্য বাংলাদেশ সরকারকে একটি চিঠি দিয়েছে।

তিনি আরও বলেন, সরকার সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিনোভ্যাককে সিদ্ধান্ত জানাবে। কেননা যখন ‘টেস্ট পরিচালনার জন্য আমাদের গ্রহণযোগ্যতা’ পেয়েছিল তখন চীনা সংস্থাটি এই প্রস্তাব দেয়নি।

ভ্যাকসিন ট্রায়ালের সহ-অর্থায়নের বিষয়ে একটি দৃঢ় সিদ্ধান্তে আসতে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করেন স্বাস্থ্য সচিব মান্নান। তবে জনগণের সুবিধার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, বাংলাদেশ সরকার চীনা সংস্থাটির উদ্ভাবিত করোনাভাইরাস ভ্যাকসিনের চূড়ান্ত টেস্ট পরিচালনার বিষয়ে ইতিবাচক। কারণ এটি করোনাভাইরাস ভ্যাকসিন তৈরির বৈশ্বিক দৌড়ে অগ্রদূত হিসেবে আবির্ভূত হয়েছে।

সংস্থাটি তাদের মূল প্রস্তাব ঢাকার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্র্স, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মাধ্যমে পাঠায় এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের চূড়ান্ত ছাড়পত্র পায় ২৭ আগস্ট। তবে, নতুন তথ্য অনুযায়ী, এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তারা সিনোভ্যাকের এই সহ-অর্থায়নের প্রস্তাবটি পেয়েছেন ২২ সেপ্টেম্বর।

এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, টিকাটির ক্লিনিক্যাল টেস্টের জন্য এই ক্যান্সেলমেন্টের কার্যকারিতা এবং সুরক্ষা সম্পর্কিত বিষয়াদিসহ প্রয়োজনীয় সকল গবেষণা প্রটোকল পরীক্ষা করার পর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।

এই চুক্তির অধীনে বাংলাদেশ বিনামূল্যে এক লাখ টিকা পাবে এবং চীনা কোম্পানির কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ টিকা কেনার অগ্রাধিকার পাবে।

তবে, এখন বিষয়টি পুরোপুরি বাংলাদেশ সরকারের ওপর নির্ভর করে যে, সরকার ভ্যাকসিন পরীক্ষায় অর্থায়ন করবে কি-না। কারণ, আগে এই বিষয়ে কোনো কিছু উল্লেখ ছিল না বলে আইসিডিডিআরবি’র এক কর্মকর্তা জানান।

বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থা, সিনোভ্যাক এবং সরকার বর্তমানে টিকাটির পরীক্ষার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here