নিউজ বাংলা ডেস্ক :

টেকনাফ বাহারছড়ায় মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহী একটি পিকআপ উল্টে গিয়ে ৩ রোহিঙ্গা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১১ রোহিঙ্গা  যাত্রী।

জানা যায়, শুক্রবার  চট্টমট্রো ১১-৭০৩৭ একটি যাত্রীবাহী পিকআপ ২২ জন রোহিঙ্গা যাত্রী নিয়ে টেকনাফ থেকে বালুখালী রোহিঙ্গা শিবিরের উদ্দেশ্যে যাচ্ছিল। তার মধ্যে বেলা ১১ টায় টেকনাফ বাহারছড়া কচ্চপিয়া নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মেরিন ড্রাইভ সড়কের পাশে রাস্তার খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিন রোহিঙ্গা  যাত্রী প্রাণ হারায় ও গুরুতর আহত হয় আরো ১১ যাত্রী। আহতদের বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য ও টেকনাফ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
এ ব্যাপারে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গাড়িতে থাকা সব যাত্রী বালুখালী রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা ছিল। তারা টেকনাফ থেকে বালুখালীর উদ্দেশ্যে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাচ্ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here