
নিউজ বাংলা ডেস্ক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন দলের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।তিনি জানান, মির্জা ফখরুল আজ (১১ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে গিয়েছেন।
হামলার সময়, বিএনপি মহাসচিব গাড়িতে ছিলেন বলে উল্লেখ করে তিনি আরও জানান, জেলার বেগুনবাড়ি এলাকায় দুপুর ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
এছাড়াও, মির্জা ফখরুলের ব্যক্তিগত সচিব ইউনুস আলী জানান, দলের মহাসচিব দানারহাট বাজার যাচ্ছিলেন। সেসময় সেখানে পুলিশের একটি গাড়ি ছিলো। তার দাবি, পুলিশের ছত্রছায়ায় এই হামলা হয়েছে।