নিউজ বাংলা ডেস্ক:
‘ডেঙ্গু ও এডিস মশা কী, প্রতিকার ও করণীয়’ শীষক এক কর্মশালায় বক্তারা বলেছেন, ডেঙ্গু রোগ থেকে প্রতিকার পেতে হলে সবাইকে সচেতন হতে হবে। নিজ দায়িত্বে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাসাবাড়ির ভেতরে বা বাইরে কোথাও কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বক্তারা আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারে সারা বছর কাজ করে যেতে হবে। এটি সামাজিক আন্দোলনে রূপ দিলেই এই রোগ প্রতিরোধ করা যাবে। মূল প্রবন্ধে বলা হয়, মশার জীবনচক্র অনুযায়ী মশা নিধন কার্যক্রম চালাতে হবে।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে আবিদ ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কীটতত্ত্ববিদ ড. এস এম আফসারুজ্জামান। প্রবন্ধের ওপর আলোচনা করেন সাংবাদিক কে এম শহীদুল হক, শামীম মাশরেকী, আল-মামুন, নাসরীন গীতি, মাসিক জনপ্রশাসন সম্পাদক নঈম মাশরেকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. মহসিন, কবি জি এম রুহুল আমিন প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি