নিউজ বাংলা প্রতিবেদন : পরিবার পরিজন নিয়ে এক আনন্দঘন ফ্যামিলি ডে’র আয়োজন করে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল। দিনটি ছিল শনিবার । ১৫ ডিসেম্বর। পরের দিন মহান বিজয় দিবস। রাজধানীর শিশু একাডেমির এ আয়োজনটি সকাল ন’টায়ই পরিনত হয় মিলন মেলায়। একাডেমির বাইরে চত্বরে বসে সবাই সেরে নেয় সকালের নাস্তা । শুরু হয় পারষ্পরিক আলাপ আলোচনা । চলে জমিয়ে আড্ডা । ফ্যামিলি ডে একমাত্র অনুষ্ঠান যেখানে সাব-এডিটরদের দেখা সাক্ষাতের সুযোগ হয়। এ দিনটির জন্য সবাই প্রতিক্ষা করে। পরিচয় ঘটে পরিবার পরিজনদের সাথে। প্রতিবছরই অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে। অন্যান্য বছরগুলোতে এটি আয়োজিত হয় গ্রাম্য পরিবেশে একটি সুন্দর রিসোর্টে । এবারই ব্যতিক্রম । সময় সুযোগের অভাবে এবার আয়োজন করা হলো রাজধানীর চেনা পরিবেশে । তবুও ভালো লেগেছে। কারণ প্রিয় মানুষগুলোর সাথে মিলিত হতে কার না ভালো লাগে।
নাস্তার কুপন দিয়ে নাস্তা গ্রহনের পর সাধারণ গিফটের কুন এগিয়ে দিতেই ধরিয়ে দেওয়া হয় সংগঠনের নাম খচিত সুদৃশ্য দেওয়া ঘড়ি ও স্টেইনলেস স্টিলের এক সুন্দর লাঞ্চ কেরিয়ার। সংগঠনের সভাপতি কেএম শহীদুল হক সাধারন সম্পাদক শাহাদাত রানাসহ কমিটির সদস্যরা অনুষ্ঠান সফল করতে ছিলেন খুবই আন্তরিক । অনুষ্ঠানের আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । গানে গানে মুখরিত হয় শিশু একাডেমি মিলনায়তন। অনুষ্ঠানে অংশ নেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী । অংশ নেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল। দুই নেতার প্রানবন্ত আলোচনায় সবাই মুগ্ধ হন। অন্যতম আকর্ষন ছিল র্যাফেল ড্র। এতে ছিল ৩৭ টি বিভিন্ন পুরষ্কার। পুরষ্কার জেতা আর করতালির মধ্যদিয়ে অনুষ্ঠান হয়ে ওঠে মনোমুগ্ধকর।