নিউজবাংলা ডেস্ক:

অনলাইনের মাধ্যমে নয়, বরং আগের মতোই সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে ২০০ নম্বরের পরিবর্তে এবার ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে, যেখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল থেকে ২০ এবং লিখিত ও বহুনির্বাচনী পরীক্ষায় ৮০ নম্বর থাকবে। ভাবনায় থাকছে ঢাকার বাইরেও পরীক্ষা নেওয়ার।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিমসহ দুজন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাদেকা হালিম বলেন, ডিন’স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগের মতোই ইউনিটভিত্তিক পরীক্ষার মাধ্যমে স্নাতকে শিক্ষার্থী ভর্তি করা হবে। পরীক্ষাটি ১০০ নম্বরের হবে, যার ২০ শতাংশ (১০ শতাংশ করে) থাকবে এসএসসি ও এইচএসসির ফলাফল থেকে আর ৮০ নম্বরের মূল পরীক্ষায় বহুনির্বাচনীতে ৩০ ও লিখিত অংশে ৫০ নম্বর থাকবে।

সভায় অংশ নেওয়া একজন ডিন জানান, শিক্ষার্থীদের চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ জানানো হবে। তবে পরীক্ষার সম্ভাব্য সময় আগামী জানুয়ারি। করোনা পরিস্থিতি বিবেচনা করে ঢাকার বাইরের বিভাগগুলোতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেওয়ার ভাবনাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আছে। ডিন’স কমিটির এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আলোচনার পর চূড়ান্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here