ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে এবং আগামী ৪ নভেম্বর রবিবার নির্বাচনের তফসিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক শেষে, একথা জানান সিইসি।
এ সময় তফসিলের দিন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কবে হবে, সে সম্পর্কে রাষ্ট্রপতির সঙ্গে কোনও আলোচনা হয়নি। আগামী রবিবার কমিশন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
নির্বাচনের তারিখ নিয়ে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে কোনও আলোচনা হয়নি, তিনিও নির্বাচনের তারিখ নিয়ে কিছু জানতে চাননি, নির্বাচনের আগে রাষ্ট্রপতিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করার একটি আনুষ্ঠানিক বৈঠক ছিলো বলেন সিইসি। সেই সঙ্গে নির্বাচনের ব্যাপারে কমিশনের প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন বলেও জানান কে এম নুরুল হুদা।
তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, আসছে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। চলমান রাজনৈতিক সংকট নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে কোনও প্রভাব ফেলবে না।’
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানাতে, বঙ্গভবনে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। বিকেল সাড়ে তিনটায় তারা গণভবনে যান। ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেন তারা।
প্রায় এক ঘন্টার বৈঠকে, রাষ্ট্রপতির কাছে আগামী নির্বাচনের তফসিল ও ভোটের সম্ভাব্য তারিখের প্রস্তাব উপস্থাপন করার কথা থাকলেও কমিশন তা করেনি।
এর আগে, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য ৮০ ভাগ কাজ এরই মধ্যে শেষ করেছে কমিশন। তফসিল ঘোষণার আগে, নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো হবে।’