ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনপ্রিয় প্রয়াত মেয়র আনিসুল হক স্মরণে তার নামে রাজধানীতে একটি সড়ক উদ্বোধন করা হয়েছে। তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সাতরাস্তা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কের নাম রাখা হয়েছে ‘আনিসুল হক সড়ক’।
২০১৫ সালের ডিসেম্বরে তেজগাঁও ট্রাক টার্মিনালের সামনের এই সড়ক দখলমুক্ত করতে গিয়ে বিক্ষুব্ধ চালকদের ক্ষোভের মুখে পড়েন মেয়র আনিসুল হক। পরে এই সড়ক দখলমুক্ত করেন তিনি। নানা কাজে প্রশংসিত আনিসুল হকের নামেই সেই সড়কের নামকরণ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আনিসুল হক ২০১৫ সালের ৬ মে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবে শপথ নেন। এ সময় তিনি ঢাকাকে পরিচ্ছন্ন, পরিকল্পিত, সবুজ, সচল, নিরাপদ ও মানবিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রæতি দেন। অল্প সময়ে তিনি উল্লেখ্যযোগ্য সফলতাও পান। ২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে তিনি সেরিব্রাল ভাসকুলাইটিস (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) রোগে আক্রান্ত হন। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিনী রুবানা হক, ছেলে নাভিদুল হক, ডিএনসিসি’র ভারপ্রাপ্ত মেয়র জামান মোস্তাফা, সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ডিএনসিসি’র প্রধান নির্বাহী মেজবাহুল হক, বিভিন্ন কাউন্সিলর, ট্রাক-কাভার্ড মালিক শ্রমিক নেতা প্রমুখ।