নিউজবাংলা ডেস্ক:

ছয় পরাশক্তি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে ইরানের ২০১৫ সালে সম্পাদিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার পর ইরান তার পরমাণু শক্তির সক্ষমতা বাড়িয়েছে। অবস্থার অবনতি রোধ করতে যুক্তরাষ্ট্র ও ইরানকে চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যা ইভ লে ড্রিয়ান।

শনিবার ফরাসি সংবাদপত্র লে জার্নাল দু দিমানশে’তে প্রকাশিত সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

সাক্ষাতকারে তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসন ইরানের ওপর সর্বোচ্চ চাপ দেয়ার পন্থাকে বাছাই করেছিল। এর ফলাফলে ঝুঁকি ও হুমকিই শুধু বেড়েছে।’

তিনি বলেন, ট্রাম্পের এই নীতির কারণে তেহরান তার পরমাণু সমৃদ্ধকরণের কাজ এগিয়ে নিয়েছে।

এই মাসের শুরুতে ইরান পরমাণু সমৃদ্ধকরণের কাজ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে।

বাইডেন বলছেন, অভিষেকের পর তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে পরমাণু চুক্তিতে ফিরিয়ে নেবেন, যদি ইরান তা মেনে চলতে সম্মতি জানায়। অন্যদিকে ইরান তার আগে দেশটির ওপর থেকে অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়েছে।

অবশ্য লে ড্রিয়ান বলছেন, উভয়পক্ষই যদি চুক্তিতে ফিরেও আসে, তা যথেষ্ট হবে না।

তিনি বলেন, ‘ইরানের ব্যালিস্টিকের বৃদ্ধি ও এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির পরিপ্রেক্ষিতে কঠিন সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here