রাজধানীর বেইলি রোডে দর্শক মাতালো ব্যতিক্রমী নাটক ‘নিঃসঙ্গ নিরাময়’। শনিবার সন্ধায় পিনপতন নিরবতায় মহিলা সমিতি মঞ্চে প্রদর্শিত নাটকটি দর্শক শ্রোতারা উপভোগ করেন। মতিঝিল থিয়েটারের প্রযোজিত নিঃসঙ্গ নিরাময় নাটকটির রচয়িতা বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক ও অভিনেতা রবিউল আলম। নাটকটি নির্দেশনা দিয়েছেন নাজমুল হাসান শুভ।
দিনের পর দিন মানুষ যে নিঃসঙ্গ হয়ে পড়ছে, আর পরিবার পরিজন থেকে দূরে সরে যাচ্ছে। একা একজন মানুষ কিভাবে নিঃসঙ্গতা বয়ে বয়ে ক্লান্ত হয়ে জীবন থেকে পালাতে চায়। এরকম মানুষের গল্প নিয়েই জীবন নতুন করে সাজাতে এগিয়ে আসেন কিছু মানুষ। সেই কাহিনি নিয়ে রচিত সময়োপযোগী অনবদ্য নাটক ‘নিঃসঙ্গ নিরাময়’।
নাটকটির শ্রেষ্ঠাংশে ছিলেন নাসরীন গীতি, শামীমা ইসলাম শাওন, নাজমুল হাসান, , কানন খাঁন, আনোয়ারা আক্তার প্রমুখ। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, আনোয়ারুল কাদের, সঙ্গীত পরিচালনা নাজমুল হাসান, রূপসজ্জা মনসুর আহমেদ, মঞ্চ ব্যবস্থাপনা মো. রিয়াজুল হক।