নিউজবাংলা ডেস্ক:
দেশের প্রথম নারী আলোকচিত্রী একুশে পদকপ্রাপ্ত সাইদা খানম আর নেই। সোমবার দিবাগত রাত ৩টায় ঘুমের মধ্যে মারা যান তিনি (ইন্নালিল্লাহি… রাজিউন)। সাইদা খানমের বয়স হয়েছিল ৮২ বছর।
তার মৃত্যুর খবরটি যুগান্তরকে নিশ্চিত করেছেন আলোকচিত্রী ও চলচ্চিত্রকার মুনিরা মোরশেদ মুন্নী। মঙ্গলবার বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। মুনীরা মোরশেদ মুন্নী জানান, সোমবার রাত ৩টার দিকে ঢাকার বনানীতে নিজের বাসায় মৃত্যুবরণ করেন সাঈদা খানম। তিনি গত পরশু হঠাৎ পড়ে গিয়েছিলেন। এরপর থেকেই তার কথা বলা বন্ধ হয়ে যায়। তার কিডনির সমস্যাও ছিল। সাইদা খানমের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কর্মের মাধ্যমেই সাইদা খানম মানুষের মাঝে বেঁচে থাকবেন। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এক শোকবার্তায় বলেন, অদম্য সাহসী আলোকচিত্রী সাইদা খানমের অনুপ্রেরণায় পরবর্তীতে এ সাহসিকতা ও মর্যাদাপূর্ণ পেশায় অনেক নারীর পদচারণা ঘটেছে। বাংলাদেশে নারী জাগরণের অন্যতম পথিকৃৎ এ মহীয়সী নারী তার কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সাইদা খানমের পৈতৃক বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। তার বাবা আবদুস সামাদ খান, মা নাছিমা খাতুন। ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর পাবনায় তার জন্ম। ফটোসাংবাদিকতার শুরু ’৬০-এর দশকের শুরুতে, তখনকার বেগম পত্রিকায় কাজের মধ্য দিয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও গ্রন্থাগার বিজ্ঞানে দুটো মাস্টার্স ডিগ্রি নেয়ার পথেই সাইদা খানম তার ক্যামেরায় ধারণ করতে থাকেন সময় আর মানুষের মুখ, ইতিহাস আর জীবনের আখ্যান। বাংলাদেশের মুক্তি সংগ্রামে নারী মুক্তিযোদ্ধাদের অস্ত্র হাতে প্রশিক্ষণের যে ছবি ইতিহাসের পাতায় দেখা যায়, সাইদা খানমই তা ক্যামেরায় ধারণ করেছিলেন।
১৯৫৬ সালে ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেন সাইদা খানম। ওই বছরই জার্মানিতে তার ছবি পায় আন্তর্জাতিক পুরস্কার। ভারত, জাপান, ফ্রান্স, সুইডেন, পাকিস্তান, সাইপ্রাস ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তার ছবির প্রদর্শনী হয়েছে। বাংলাদেশের ছবি নিয়ে সাইদা খানম বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন, পেয়েছেন বহু পুরস্কার। সত্যজিৎ রায় আর মাদার তেরেসার ছবি নিয়ে একক প্রদর্শনীও তিনি করেছেন।
ফটোসাংবাদিক হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে সাইদা খানমের তোলা প্রায় ৩ হাজার ছবি প্রকাশিত হয়েছে। তার লেখা ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ ও সাক্ষাৎকার ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায়। বাংলাদেশ মহিলা সমিতির সদস্য সাইদা খানম বাংলা একাডেমিরও আজীবন সদস্য। আলোকচিত্রে অনন্য অবদানের জন্য সরকার ২০১৯ সালে শিল্পকলা শাখায় সাইদা খানমকে একুশে পদকে ভূষিত করে।