বিশিষ্ট কথা সাহিত্যিক ও বিএসটিআইএর উপপরিচালক জয়শ্রী দাস বলেছেন, একজন নাগরিক হিসেবে আমাদেরকে অবশ্যই দেশের সংস্কৃতি, দেশের জাগরণ ওইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। আর জানার জন্য বই পড়তে হবে। মানসিক সুস্থতার জন্য আমাদের বই পড়তে হবে, সেটা গল্প কবিতা উপন্যাস কিংবা যে কোনো বই হোক।

তিনি আজ রাজধানীর টিকাটুলিতে মানিকমিয়া ফাউন্ডেশন মিলনায়তনে সারেঙ সাহিত্য সাহিত্য সভা আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সারেঙ এর ১৩ তম প্রকাশনা আল মাহমুদ সংখ্যা প্রসংঙ্গে বলেন, বাবার সূত্র ধরে  আল মাহমুদের সাহিত্য ভাবনার ওপর আমার বেড়ে ওঠা । আল মাহমুদ বাংলা সাহিত্যের একজন প্রধান কবি। তাকে আমাদের পাঠ করতে হবে। তিনি উপস্থিত সবাইকে আল মাহমুদ সংখ্যাটি ভালোভাবে পড়ার আহবান জানান।

সারেঙ সম্পাদক আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি আতিক হেলাল, সাংবাদিক ও কলামিস্ট জামালুদ্দীন বারী, লেখক রুহুল ইসলাম টিপু, লেখক ও সাংবাদিক নাসরীন গীতি, কচিপাতা সম্পাদক আলেয়া বেগম আলো, সিনিয়র সাংবাদিক সাহিদুল ইসলাম, কবি হামীম হাফিজুল্লাহ, সংগীত শিল্পী অঞ্জন শরীফ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here