Efjf: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকার ফলেই দেশ আর্থসামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাভারে চামড়া শিল্পনগরীসহ তিনটি প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন

তিনি বলেন, সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি প্রান্তে শিল্প কারখানা স্থাপন করবে আওয়ামী লীগ সরকার।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি যে দেশকে কিভাবে আত্মসামাজিকভাবে উন্নত করতে পারি পাশাপাশি মানুষের খাদ্য নিরাপত্তা, যাদের বাসযোগ্য ঘর নেই, যারা একেবারেই ঘরহীন তাদের ঘর করে দেয়া, চিকিৎসা সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া। মানুষের সার্বিক উন্নয়ন ও শিক্ষার আলো যেন সবার ঘরে ঘরে যেন পৌছায় সে ব্যবস্থা করা। এদিকে লক্ষ রেখেই সকল কর্মসূচি দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী বিভিন্ন কর্মসূচি নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। যার সুফল বাংলাদেশের মানুষ পাচ্ছে।’

দেশের শিল্পোন্নয়নে বর্তমান সরকার যে সকল পদক্ষেপ নিয়েছে সেগুলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সারাদেশে একশ’টি শিল্পাঞ্চল গড়ে তুলছি। সেই সঙ্গে মানুষের মৌলিক বিষয় কর্মসংস্থান, সেটার ওপর আমরা সব থেকে বেশি জোর দিচ্ছি। সেজন্য আমরা বেসরকারী খাতকে উন্মুক্ত করে দিয়েছি। দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগও আমরা করে দিচ্ছি। আমাদের দেশে প্রায় একশটার কাছাকাছি ফার্মাসিটিক্যালস কোম্পানি আছে। আমরা বিদেশেও ঔষধ রপ্তানী করি। তবে সেই ঔষধের কাঁচামাল উৎপাদন করা একান্ত জরুরী। কারণ ঔষধের কাঁচামাল এখনও আমরা বিদেশ থেকে আমদানী করি। আমরা সেই দিকে লক্ষ রেখেই ঔষধ শিল্পের কাঁচামাল উৎপাদনে মুন্সীগঞ্জে শিল্প নগরী গড়ে দিচ্ছি।

এসময় তিনি আরো বলেন, ‘একটানা ২০০৯-২০১৮ আমরা রাষ্ট্র পরিচালনা করি যার ফলে আজ বাংলাদেশ আত্মসামাজিকভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে আজকে বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে। দারিদ্রের হার হ্রাস পাচ্ছে। মানুষের জীবন মান উন্নত হচ্ছে, এটাই আমরা চাই। সেদিকে লক্ষ করে আমরা সারাদেশব্যপী একশটা শিল্পাঞ্চল গড়ে তুলছি কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের যে মৌলিক বিষয়গুলি মানুষে কর্মসংস্থানে বেশি জোর দেই। এছাড়া বেসরকারি খাতকে আমরা উন্মুক্ত করে দিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here