মানিকগঞ্জ প্রতিনিধি :
বিদ্যালয়ে লেখাপড়ার মানোন্নয়ন ও মানুষ গড়ার প্রত্যয় নিয়ে মানিকগঞ্জের দৌলতপুরের ভররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী ও পূরুষ অভিভাবক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক ও দৈনিক যায়যায়দিনের সহ-সম্পাদক আবদুর রহমান মল্লিক। সভাপতিত্ব করেন ইউপি সদস্য আরশেদ আলী। সহকারি শিক্ষক জালাল উদ্দিন সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, শিক্ষক শামীমা সুলতানা, সালমা আকতার, কামরুল ইসলাম প্রমুখ।
প্রাথমিক শিক্ষায় সরকার ও রাষ্ট্রের ব্যাপক সহায়তা ও প্রনোদনার কথা উল্লেখ করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষাই কেবলমাত্র দেশ সমাজ ও রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করতে পারে। আলোকিত সমাজ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। ছোট বেলা থেকেই শিক্ষার্থীদের সততা ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হতে হবে। সমাজ থেকে সততার সংকট দূর করতে হবে। পিতা-মাতা হচ্ছে প্রথম শিক্ষক । পিতা-মাতার ভালো গুণ ও অভ্যাস সন্তানের ওপর প্রভাব ফেলে। তারা যেন সত্যিকার মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের যথাযথ ভ‚মিকা পালন করতে হবে।
অভিভাবক সমাবেশে পারিবারিক ও সামাজিক শান্তির জন্য ধৈর্য সহিষ্ণুতা ও পারষ্পরিক সম্প্রীতির ওপর আলোকপাত করা হয়। শিক্ষক অভিভাবক ও বিদ্যালয় কমিটির সম্মীলিত প্রচেষ্টায় ভররা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহবান জানানো হয়।