মানিকগঞ্জ প্রতিনিধি

ভররা মকবুল উলুম মাদ্রাসার বার্সিক ওয়াজ মাহফিল বুহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বক্তারা বলেন, ইসলাম একটি চিরন্তন আদর্শ। এর অনুকরণ অনুসরণের মধ্যে মানব জাতির কল্যাণ নিহিত।ইসলাম কখনও মূর্তি কিংবা ভাস্কর্য়ের অনুমোদন দেয়নি।সম্মানিত নবীগণ মূর্তির প্রতি কখনও সম্মান প্রর্দশ করেননি।ভাস্কর্য় নিয়ে আমরা অরাজকতা তৈরি করবোনা, শুধু সতর্ক করছি মাত্র।একশ্রেণির নেতা নেত্রিরা প্রধানমন্ত্রীকে ভুল বোঝানোর চেষ্টা করছেন।বঙ্গবন্ধু একজন ইমানদার মহান নেতা ছিলেন, তার জন্য আলেম সমাজের দোয়া রয়েছে।ভাস্কর্য়ের মানে কি সেটা বাংলা অভিধানে বলা আছে।আলেম সমাজের নতুন করে ব্যাখ্যার প্রয়োজন হয়না।

মাদ্রাসা ময়দানে আয়োজিত মাহফিলে বক্তৃতা করেন, মাওলানা আবদুল মালেক , মাওলানা মুহাম্মাদুল্লাহ, মাওলানা আবদুল্লাহ,মাওলানা আবদুল ওয়াহেদ আলী, মাওলানা আবদুল হাকিম ও মিজানুর রহমান প্রমুখ।

ঘিওর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, লেখক ও সিনিয়র সাংবাদিক আবদুর রহমান মল্রিক,খলসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  সাখাওয়াত জাহাঙ্গীর সেনা,শহর আলী, মাওলালা আজিজুল হক, মাওলানা রজব আলী, আরশেদ আলী, এরশাদ আলী, খলিলুর রহমান, রফিকুল ইসলাম দুলাল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here