কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ১২ নং বোয়ালিয়া ইউনিয়নে ঘুরে ঘুরে নেতাকর্মীদের খোঁজখবর নিলেন বর্তমান সংসদ সদস্য আ. কা. ম. সরোয়ার জাহান বাদশার পুত্র ইঞ্জিনিয়ার শাইখ আল জাহান শুভ্র। তিনি সকাল দশটা থেকে শুরু করে ইউনিয়নের মধুগাড়ি, শেহালা, গোয়ালগ্রাম, নাটনাপাড়া, সরিষাডুলি, পূর্ব বোয়ালিয়া ও বোয়ালিয়াসহ প্রতিটি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন।
এ সময় তিনি তাদের খোঁজখবর নেন। তাদের কাছে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেন।
বিভিন্ন এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
সাংসদ পুত্র ইঞ্জিনিয়ার শাইখ আল জাহান শুভ্রর সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন উপজেলা যুবলীগ নেতা ওয়াসিম কবিরাজ, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মোমেনুর রহমান মোহন, জেলা ছাত্রলীগ নেতা তৌকির আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোল্লা মোহাম্মদ চঞ্চল, হোগলবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ সাইদুর রহমান সুমন বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা আনিসুর রহমান আনিস, শাহিনুর আলম, রিপন মণ্ডল, ছোটন আহমেদ, রাজু আহমেদ, শিশির ও আওয়ামী লীগ নেতা মাসুদ করিম এ্যাপোলোসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।