সামিয়া অরিন 

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে প্রতিষ্ঠানটির বেইলিরোড শাখার সামনের সড়কে ধর্ষণ বিরোধী বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

বিক্ষোভরত শিক্ষার্থীরা ‘ধর্ষণের কারণ, ধর্ষকের আচরণ’, “ধর্ষকের রেহাই নাই, ফাঁসি চাই ফাঁসি চাই” ইত্যাদিসহ নানা স্লোগান দিয়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এসময় শিক্ষার্থীরা সরকারের কাছে কয়েকদফা দাবি উপস্থাপন করেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, দ্রুততম সময় ধর্ষণের বিচার কাজ শেষ করা, স্কুল ও মাদরাসাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা ও  মাধ্যমিকের পাঠ্যক্রমে যৌনশিক্ষা বাধ্যতামূলক করাসহ ধর্ষককে রক্ষার উদ্দেশ্যে কোনো প্রভাবশালী মহল থেকে চাপ প্রয়োগ করে ভয়ভীতি দেখিয়ে নির্যাতিতাকে হেনস্তা করা হলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের সমর্থন করে উস্কানিমূলক মন্তব্যকারীদের চিহ্নিত করে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

প্রতিবাদরত শিক্ষার্থীরা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, “সবাইকে বোঝাতে হবে, আমি কারো বোন না, আমি কারো মা না, আমি একজন মানুষ, সম্মতি ছাড়া আমাকে কেউ ছুঁতে পারবেনা।”

এরআগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা এক অভিনব পন্থায় ভর্চুয়াল মাধ্যমে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান। তারা মুখে কালো কাপড় ও গলায় প্রতিকি ফাঁসির দড়ি বেঁধে বিভিন্ন ধর্ষণ বিরোধী ব্যানার ফেস্টুস হাতে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরে ছবি আপলোড করেন।  তাদের হাতের থাকা ব্যানারে লেখা ছিল, ‘ আমারা ধর্ষককে ফাঁসি না দিতে পারলে আমাকে ফাঁসি দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here