নিউজ বাংলা ডেস্ক: আজ শুক্রবার সকাল ১১টার দিকে ফণীর আঘাত শুরু হবে ভারতের ওড়িষ্যার পুরিতে। বাংলাদেশের খুলনায় অবশ্য ইতোধ্যেই ফণীর ঝাপটা লাগতে শুরু করেছে। তবে খুলনা পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যেতে পারে।
মংলা সমুদ্র বন্দর ফণীর দূরত্ব ৬৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত বহাল আছে।
ঘুর্ণিঝড়টির কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৮০ থেকে ২১০ কিলোমিটার। পুরির স্থলভাগ স্পর্শ করার সময় এর গতিবেগ হবে ঘণ্টায় ২১০ কিলোমিটার। খুলনায় প্রবেশের সময় গতিবেগ কিছুটা কমে ১০০ থেকে ১২০ কিলোমিটার হতে পারে বলে কানাডার গবেষক মোস্তফা কামাল পলাশ যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ও কানাডার আবহাওয়ার মডেল বিশ্লেষণ করে জানিয়েছেন।
বাংলাদেশের ভেতর দিয়ে প্রবেশের সময় ফণীর ঝাপটায় চলনবিলসহ বিভিন্ন স্থানের বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
উপকূলীয় এলাকা, চর ও দ্বীপসমূহের উপর দিয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।