এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেছেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে বার বার সীমান্ত হত্যা সংঘটিত হচ্ছে। বাংলাদেশী নাগরিক নিহত হওয়ার কোন প্রতিকার নেই। সরকারের পররাষ্ট্র মন্ত্রী সীমান্ত হ্ত্যা কে ছোট বিষয় মনে করলেও বাংলাদেশের মানুষ এটাকে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে।

তিনি সোমবার এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার কার্যকরি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মজিবুর রহমান বলেন,  সীমান্ত সুরক্ষা ও স্থানীয় নাগরিকদের নিরাপত্তা রক্ষায় বিজিবির শক্তি বৃদ্ধি ও আধুনিকীকরনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া দরকার।

সম্প্রতি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে গুলি করে বাংলাদেশী নাগরিক ওমেদুল ইসলাম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন বিএসএফ কতৃক সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ এবং তাদের মদদে সীমান্ত গরু ও মাদক চোরাচালান বন্ধ করতে হবে।

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক ও দলের সহকারী সদস্য সচিব ওবাইদুল্লাহ মামুনের সভাপতিত্বে বিজয় নগরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী সদস্য সচিব আব্দুল বাছেত মারজান, শাহ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ ইদ্রিস আলী, কবির আহমদ, ফারহানা ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here