বিদেশ ডেস্ক:

নাইজেরিয়ায় সেনা অভিযানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্রগোষ্ঠী বোকো হারামের ২৮৭ সদস্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী বলছে, তারা নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছে অভিযান চালালে বোকো হারামের এ সদস্যরা নিহত হন।

বুধবার নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর লেক শাদ দ্বীপ ও কোমাদোগু ইয়োব নদীর পাশ্ববর্তী এলাকায় বোকো হারামকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে গোষ্ঠীটির ২০০ সদস্য প্রাণ হারান। তাছাড়া বাকি ৮৭ জন সেনাবাহিনীর স্থল অভিযানে নিহত হয়েছে।

নাইজেরিয়ায়র লেক শাদ একটি কৌশলগত অঞ্চল। যেখানে চাদ, ক্যামেরুন, নাইজেরিয়া ও নাইজার-এই চারটি দেশের সীমান্ত একত্রে মিলিত হয়েছে। কোমাদোগু ইয়োব নদীকে নাইজার ও নাইজেরিয়ার কাছে জাতীয় সীমানা হিসেবে গণ্য করা হয়।

প্রসঙ্গত, বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে। নাইজেরিয়ার পাশাপাশি পার্শ্ববর্তী ক্যামেরুনেও তারা অনেক হামলা চালিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here