নিউজ বাংলা ডেস্ক:

রাজধানীর গুলিস্তানের ব্যস্ততম মহানগর নাট্যমঞ্চ এলাকায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি পুলিশের।
নিহত ব্যক্তির নাম মো. কামাল হোসেন। তিনি ‘গাঁজা কামাল’ নামে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালে রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী দাবি করেন, ‘পুলিশ মঙ্গলবার রাতে খবর পায়, গাঁজা কামাল মহানগর নাট্যমঞ্চ এলাকায় অবস্থান করছে। এ সময় তাঁকে ধরতে অভিযানে যায় পল্টন থানার একটি দল। সেখানে ওত পেতে থাকা মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে।
‘একপর্যায়ে অন্যরা পালিয়ে যায়। একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।’
এসআই আরো বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।