নারী উদ্যোক্তা ফোরাম ( Women entrepreneurs Forum) এর উদ্যোক্তাদের জন্য সম্প্রতি আয়োজিত হয়েছে নেটওয়ার্কিং এবং কানেক্টিভিটি বিষয় গ্র্যান্ড প্রোগ্রাম। এতে সহযোগিতায় ছিল বাংলাদেশ হাই টেক পার্ক অথোরিটি,  কনসোর্টিয়াম পার্টনার উত্তরণ এবং এন্টারপ্রেনারশিপ বাংলাদেশ লিমিটেড। ঢাকা রিজেন্সিতে আয়োজিত নাফ নেক্সাস ২০২২  এর জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসাহমূলক অসাধারণ নাফ থিম সং পরিবেশন করে শুরু হয় নাফ নেক্সাস ২০২২। এছাড়া ফোরামের সমস্ত কার্যক্রম একনজরে উপস্থাপন করা হয় শর্ট একটি ভিডিওর মাধ্যমে।
“নাফ নেক্সাস ২০২২” বিজনেস নেটওয়ার্ক বৃদ্ধি, বিজনেস এক্সপার্টদের সাথে কানেকশন, বিজনেস সেক্টরের উপর আইডিয়া ডেভেলপ , কমিউনিটি লিডারদের সাথে নেটওয়ার্কিং এবং উদ্যোক্তাদের কানেক্টিভিটি বৃদ্ধি। অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন বিকর্ণ কুমার ঘোষ (ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি), বিশেষ অতিথি ছিলেন ইকবাল বাহার জাহিদ (ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন ), আশীষ কুমার চক্রবর্তী (ম্যানেজিং ডিরেক্টর ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল), ডক্টর তানজিবার রহমান (চেয়ারম্যান বিএফডিএস), মো. জুনায়েদ আহমেদ জুয়েল (চিফ মার্কেটিং অফিসার এপিলিয়ন), নাজমুন নাহার (পরিচালক ,অর্থ ও সম্মতি ইউসেপ বাংলাদেশ ) ৩০ জন নারীর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোক্তা সহ আরৌ ছয়টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেশের বিভিন্ন সেক্টরে অবদান রাখা অগ্রগামী নারীরা- লিপি খন্দকার (ওনার এবং ডিজাইনার, বিবিয়ানা), তানিয়া ওয়াহাব (স্বত্ত্বাধিকারী, ট্যান) সানজিদা রহমান ড্যানি (চেয়ারম্যান, পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট) ড. তানজিবা রহমান (চেয়ারম্যান, বিএফডিএস) এবং হোচেমিন ইসলাম (গুডউইল আম্বাসেডর, ট্রান্সজেন্ডার রাইটস) এবং ফোরামের বিগত বছরের সকল উদ্যোক্তাদের তাদের নিজস্ব সব পণ্য, মেধা, যোগ্যতা যাচাই ও দক্ষতা বৃদ্ধিকরনের লক্ষ্যে অংশগ্রহণ ও তার সাথে থাকা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। আয়োজনে আরো ছিল উদ্যোক্তাদের জন্য বিজনেস সেশন, প্যানেল ডিসকাশন, ক্ষুদ্র উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত অন স্টেজ প্রোডাক্ট ডিসপ্লে, পাপেট শো যার বিষয় নারী উদ্যোক্তাদের সমসাময়িক সমস্যা পারফরমেন্স, এবং বাপ্পা মজুমদারের মনোমুগ্ধকর সঙ্গীত। র‌্যাফেল ড্র-এর মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
নাফ নেক্সাস ২০২২ একটি ভিন্নধর্মী জানা -শেখা,এ্যচিভমেন্ট-অ্যাওয়ার্ড, বিনোদনে ভরপুর একটি গ্র্যান্ড শো। নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রাফিয়া আক্তার বলেন, নাফ নেক্সাস ২০২২” অনুষ্ঠানের মূল লক্ষ্য ফোরামের সদস্যদের মাঝে মেলবন্ধনকে আরও সুদৃঢ় করা, পাশাপাশি ব্যবসায়িক নেটওয়ার্কের সম্প্রসারণ ও এর যোগাযোগ মাধ্যমকে সুদৃঢকরণ, যার একটি সুস্পষ্ট প্রতিপাদ্য বিদ্যমান, “Stride of Smart Women Through Business Challenges “। এ আয়োজনের লক্ষ্য  সমূহের আরও একটি হলো কমিউনিটি নেতাদের মাঝে টেকসই যোগাযোগ স্থপান। যার ফলে নারী উদ্যোক্তাদের উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রমে আরও বেশী ধারাবাহিকতা, ইতিবাচকতা, কার্যকারিতা পরিলক্ষিত হবে। ফোরামের এই আয়োজন উদ্যোক্তাদের জন্য নতুন অভিজ্ঞতা অর্জন। বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here