নিউজবাংলা ডেস্ক
নির্বাচন ‘অবাধ ও গ্রহণযোগ্য’ হওয়া-না হওয়ার বিষয়ে ‘পাবলিক পারসেপসন’ (জনমত) জরুরি, তবে এর কোনও মানদণ্ড নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘জনগণকে বলতে হবে— নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। সার্বিকভাবে জনগণ যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে হয়েছে বলে, তবেই নির্বাচন ক্রেডিবল হবে।’
সোমবার (২৭ নভেম্বর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারিক হাকিমদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে আরেকটি দুর্ভাগ্যজনক বৈশিষ্ট হচ্ছে আমাদের নির্বাচনে বাইরে থেকেও থাবা-হাত এসে পড়েছে। তারা থাবা বিস্তার করে রেখেছে। আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ, অনেক কিছুই রক্ষা করতে হলে এই নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল করতে হবে।’
৫০ বছরের নির্বাচনি সংস্কৃতির বিষয় তুলে ধরার পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সিইসি জানান, ‘নির্বাচন নিয়ে দেশ সংকটে আছে; বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে আছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবাইকে সমভাবে দায়িত্বশীল হয়ে দায়িত্ব পালন করতে হবে। গণতন্ত্রে আমরা স্থিরভাবে এগোতে পারিনি। সংবিধান সমুন্নত রাখার জন্য সবাইকে সমভাবে দায়িত্ব পালন করতে হবে।’
কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ