বিনোদন ডেস্ক :

বিয়েটা সেরেছিলেন এক পক্ষকাল আগে। টলিউডের প্রথম ডেস্টিনেশন ওয়েডিং ছিল সেটি। তুরস্কের বোদরুমে কলকাতার ব্যবসায়ী নিখিল  জৈনকে বিয়ে করেছেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। সেই বিয়েতে একমাত্র মিমি চক্রবর্তী ছাড়া কেউ ছিলেন না। তবে বিযের পর বৃহস্পতিবারের রাজকীয় রিসেপশনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নুসরাতের রাজনৈতিক ও অভিনয় জগতের সতীর্থরা। কলকাতার আইটিসির রয়ালবেঙ্গল হোটেলে বসেছিল রিসেপশনের জমকালো আসর। নুসরাত পরেছিলেন বাদামী রঙের লেহেঙ্গা। সঙ্গে মানানসই গয়নাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here