নিউজবাংলা ডেস্ক:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমানে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে ঘুমন্ত মায়ের পাশ থেকে তুলে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (২০)।

বৃহস্পতিবার এ ঘটনায় চর জব্বার থানা পুলিশ অভিযুক্ত হেলালকে গ্রেফতার করে। পুলিশ বলছে, ধর্ষণের ঘটনায় ওই শিশুর মা ইয়াসমিন বাদী হয়ে চর জব্বার থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে পুলিশকে অভিযোগ করার পরপরই হেলাল উদ্দিনকে আটক করে পুলিশ।

মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য নুর আলম জানান, শিশুর বাবা মো.ইউসুফ নবীর খামারে আসামি হেলাল কাজ করে আসছিল। এলাকার গণ্যমান্য লোকদের কাছে শিশুটিকে ধর্ষণ করেছে বলে সে নিজেই স্বীকার করেছে।

চর জব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মামলা গ্রহণ করা হয়েছে। হেলালকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here