নিউজ বাংলা ডেস্ক :

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ জানান, রোববার সকাল ৭টার দিকে চৌমুহনী সিঙ্গারের সামনে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, একটি ভবনের ছাদ ঢালাই দেওয়ার জন্য ওই পিকআপে করে ১৯ জন শ্রমিক ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারের দিকে যাচ্ছিলেন।

“চৌমুহনী সিঙ্গারের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়।”

আরও ১৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, তার হাসপাতালে নয় জনকে আনা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here