নিউজ বাংলা ডেস্ক :
ভোটের আগের রাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।ডজনখানেকের বেশি আসনের নাম উল্লেখ করে শনিবার রাতে এই বিএনপি নেতা বলেছেন, ওই জায়গাগুলোয় ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরা এই কাজ করছে।
তবে রুহুল কবির রিজভীর এই অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের পক্ষে কোনো প্রমাণও দেননি তিনি।
রোববার সকাল ৮টা থেকে সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হবে।
তার কয়েক ঘণ্টা আগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী সাংবাদিকদের বলেন, “নিশ্চিত পরাজয় জেনে আওয়ামী লীগের ক্যাডাররা দেশব্যাপী ভোট কেন্দ্রগুলোতে নৌকায় সিল মারছে। সন্ধ্যা রাত থেকেই শুরু হয়েছে নৌকা প্রতীকে সিল মারা।”
তিনি যেসব ভোটকেন্দ্রের কথা বলেছেন সেগুলো হল- ঠাকুরগাঁও-১ আসনের গিলাবাড়ী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, রুহিয়া সালেহিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্র, সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুরের বাঁশবাড়ীর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ভোটকেন্দ্র, ঢাকা- ৮ আসনে ফকিরাপুল কেন্দ্র, শিক্ষা শিবির স্কুল কেন্দ্র, দ্বীপ শিখা কেন্দ্র, কক্সবাজার-১ আসনে চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ঢাকা-৯ আসনে নবীয়াবাদ মাদ্রাসা কেন্দ্র, কম্বাইন্ড কিন্ডারগার্টেন কেন্দ্র, মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এস আর এ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, সিরাজগঞ্জ-২ আসনে সয়দাবাদ ইউপি সারুটিয়, খোকসাবাড়ি, চন্দ্রকোনা ও বানিয়াগাতি ভোটকেন্দ্র, হবিগঞ্জ-১ আসনে কাজীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ঢাকা-১৬ আসনে দারুস সালাম কেন্দ্র, চাঁদপুর জেলার ফরিদগঞ্জে ও মতলবের বিভিন্ন কেন্দ্র, ঢাকা-৫ আসনে কয়েকটি ভোটকেন্দ্র, নরসিংদী-১, জামালপুর-৩, কুষ্টিয়া-১, কিশোরগঞ্জ-৪, নেত্রকোণা-৩, ফরিদপুর-৩, ফরিদপুর-১ এবং জয়পুরহাটের বিভিন্ন ভোটকেন্দ্র।
রুহুল কবির রিজভী ব্যালটে সিল মারার অভিযোগ করলেও ঢাকা-১৩ আসনে ভোট হচ্ছে ইভিএম-এ। তার দেওয়া তথ্য মতে, এই আসনের মোহাম্মদপুরের বাঁশবাড়ীর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ভোটকেন্দ্রে ব্যালটে সিল মারার কোনো সুযোগই নেই।
রিজভী বলেন, “আমরা বেশ কয়েক দিন আগে থেকেই আশঙ্কার কথা আপনাদেরকে ব্যক্ত করেছিলাম যে, প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে রাখবে। আমাদের সেই আশঙ্কাই সত্যে পরিণত হল।
“শোনা যাচ্ছে তারা রাতেই ৩০ থেকে ৪০ শতাংশ ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মেরে বাক্সে রাখবে। ধানের শীষের অনেক প্রার্থীকে তাদের নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডাররা।”
এদিকে রাতে গুলশানের কার্যালয়েও এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ঢাকায় দুটি আসনে কয়েকটি কেন্দ্রে রাতেই ব্যালটে সিল মারা হচ্ছে বলে তাদের কাছে অভিযোগ এসেছে।