নিউজবাংলা ডেস্ক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে কারা মহাপরিদর্শক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার স্থলাভিষিক্ত হবেন।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। আর বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।