নিউজবাংলা ডেস্ক: করোনা মোকাবেলায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী-পিপিই মাস্ক সরবরাহে অনিয়মসহ নানা অভিযোগের মুখে সদ্য পদত্যাগ করা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

একই সঙ্গে অধিদফতরটির বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. নাসিমা সুলতানাকেও জিজ্ঞাসাবাদ করেছে ডিবি।

বুধবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম  বিষয়টি নিশ্চিত করে বলেন, জেকেজির প্রতারণা মামলায় গ্রেফতার ডা. সাবরিনার কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে সেসব নিয়ে এবং জেকেজিকে অনুমোদন দেয়ার বিষয়ে তাদের কাছ থেকে কিছু কাগজপত্র চেয়ে ডিবি কার্যালয়ে ডেকে আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here