নিউজবাংলা ডেস্ক:
দীর্ঘ চার মাস পর পদ্মা সেতুর স্প্যান বসানো হতে পারে। আজ শনিবার সকালে সেতুর ৪ ও ৫ নম্বর পিয়ারের ওপর স্প্যানটি বসতে পারে। এ নিয়ে ৩২টি স্প্যান বসানোর কাজ সম্পন্ন হবে। এটি বসানোর পর সেতুর ৪ হাজার ৮০০ মিটার অংশ দৃশ্যমান হবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, গত ১০ জুন ২৫ ও ২৬ নম্বর পিয়ারের ওপর ৩১তম স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার অংশ দৃশ্যমান হয়। এরপর বর্ষাকাল চলে আসায় পদ্মা নদীতে তীব্র স্রোত, ভাঙন ও ঢেউয়ের কারণে স্প্যান বসানোর কাজ বন্ধ থাকে। তবে কয়েক দিন ধরে পরিস্থিতি অনুকূলে থাকায় ৩২তম স্প্যান বসানোর সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ। এরই মধ্যে ট্রায়ালও হয়েছে।
চলতি মাসে মাওয়া প্রান্তে ৩ ও ৪ এবং ৭ ও ৮ নম্বর পিয়ারের ওপর স্প্যান বসানো হতে পারে।
সেতু বিভাগের তথ্য অনুযায়ী, পদ্মা সেতুতে ৩১টি স্প্যান বসানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সবগুলো স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হয়।
সেতুতে গাড়ি চলাচলের জন্য সড়ক নির্মাণে প্রয়োজন হবে ২ হাজার ৯১৭টি রোডস্লাব। এর মধ্যে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বসানো হয়েছে ১০১০টি। চলতি মাসে রোডস্লাব বসানোর সংখ্যা হাজার ছাড়াবে বলে প্রকল্প সূত্র জানিয়েছে। পদ্মা সেতুর স্প্যানের নিচের অংশে রেলপথে জন্য লাগবে ২ হাজার ৯৫৯টি স্লাব। এখন পর্যন্ত বসানো হয়েছে ১ হাজার ৫৮৪টি।
সেতুর জাজিরা অংশে সেতুতে উঠে সড়কপথ ও রেলপথ নির্মাণের কাজ চলছে।
পদ্মা সেতু ঢাকা বিভাগের দুই জেলা মুন্সিগঞ্জ ও মাদারীপুরকে সংযুক্ত করেছে। এই সেতু চালু হলে দেশের দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকরী উন্নতি হবে।