বিদেশ ডেস্ক: চলতি মাসেই ভারত আবারও হামলার প্রস্ততি নিচ্ছে। পাকিস্তানের এমন দাবিকে ‘দায়িত্বজ্ঞানহীন ও হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে ভারত। একই সঙ্গে পাকিস্তানের এমন দাবিকে ‘যুদ্ধের  উস্কানি’ বলেও অভিযোগ করা হয়েছে।

ভারত চলতি মাসের ১৬ থেকে ২০ তারিখের মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে বলে রোববার (০৭ এপ্রিল) সংবাদমাধ্যমকে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরায়শী।

তার এ দাবির ২৪ ঘণ্টার মধ্যেই এটিকে ‘দায়িত্বজ্ঞানহীন ও হাস্যকর’ বলে মন্তব্য করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারত বলছে, বরং এ দাবির মাধ্যমে পাকিস্তান সরাসরি ‘যুদ্ধের উস্কানি’ দিচ্ছে।

দেশটির এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, পাকিস্তানের এ ধরনের দাবি সেখানকার জঙ্গি গোষ্ঠীগুলোকে ভারতে হামলার উস্কানি দেবে। তবে জঙ্গি হামলার ব্যাপারে কোনো সুস্পষ্ট তথ্য থাকলে তা ভারতকে জানানো উচিৎ বলেও উল্লেখ করেন তিনি।

ভারতীয় কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দেয়া কাণ্ডজ্ঞানহীনতা ছাড়া আর কিছুই নয়। যা পাকিস্তান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here