নিউজবাংলা ডেস্ক: আর মাত্র পাঁচ দিন পরেই পর্দা উঠবে ক্রিকেটের মহাযজ্ঞের ১২তম আসর। এই বিশ্বকাপে দর্শকদের উত্তেজনার শেষ নেই। তবে সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ যেটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। তাই এই ম্যাচটির জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। নিরাপত্তার জন্য মাঠে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তারা। কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একাধিক ইংলিশ সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেনা মোতায়েন সত্ত্বে ও স্টেডিয়ামের আশপাশে লোকজনের চলাফেরা নজরদারি করা হবে। সেই উদ্দেশ্যে ব্রিটিশ পুলিশ স্থানীয় পাকিস্তানি-ভারতীয় স¤প্রদায়ের ভেরিফিকেশন সম্পূর্ণ করেছে।

উল্লেখ্য, ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে গড়াবে পাক-ভারত মহারণ। তুমুল উত্তেজনাকর ম্যাচটির ভেন্যুর দর্শক ধারণক্ষমতা মাত্র ২৫হাজার। তবে দুই চিরশত্রুর লড়াই প্রত্যক্ষ করার জন্য আবেদন পড়ে প্রায় ৫ লাখ।

রাজনৈতিকভাবে চিরবৈরী ভারত-পাকিস্তানের মধ্যে সবসময় উত্তেজনা বিরাজ করে। পাশাপাশি ইংল্যান্ডে রয়েছে বেশ কিছু পাকিস্তানি-ভারতীয় স¤প্রদায়। তাদের মধ্যেও উষ্ণতা পরিলক্ষিত হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here