নিউজবাংলা ডেস্ক:

সারাদেশে নির্মিত ৫৬০ টি মডেল মসজিদের মধ্যে ৫০টির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব মসজিদের উদ্বোধন করেন। উল্লেখ্য প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’শীর্ষক প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে মোট ৫৬০টি মসজিদ নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হলে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেগুলো উদ্ভোধন করলেন। বৃহস্পতিবার যে ৫০টি উপজেলায় মডেল মসজিদ উদ্বোধন করেন সেগুলোর মধ্যে লালমনিরহাট জেলার পাটগ্রামে স্থাপিত মডেল মসজিদ উদ্ভোধনে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লালমনিরহাট- ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন বাবুল, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর,পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান,পাটগ্রাম এলজিইডি কর্মকর্তা মাহাবুবু -উল আলম,পাটগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু,পাটগ্রাম থানা অফিসার ইন – চার্জ ওমর ফারুক, জমিদাতার পরিবার ও স্থানীয় নেতৃবৃন্দ। এসময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হারিয়েছি আমরা তবে তার সুযোগ্য কন্যা তাঁর অসমাপ্ত কাজ করেই যাচ্ছেন। যার ফসল আজ দেশের উন্নয়ন। পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান বলেন, জামাত শিবিরের জঙ্গি গোষ্ঠীর আস্থানা যেন কোন মসজিদে না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here