লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে শিশু পাচারকালে সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলাধীন পূর্ব জগতবর এলাকায় আবুল কালাম আজাদ (মানিক) নামে এক শিশু পাচার কারীকে হাতে নাতে আটক করে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা বলেন, আগের দিন বেলবাড়ির ডাংগা বাজারে জাদু খেলা দেখায় মানিক। থাকার জায়গা না থাকায় স্থানীয় বৃদ্ধ তাকে নিজের বাসার বারান্দায় দেন। মানিক সোমবার দুপুরে সবাই কৃষি কাজে ব্যস্ত থাকার সুযোগে বৃদ্ধের শিশু নাতিকে  নিজের বাসায় ( পীরগঞ্জ) নিয়ে যাবার উদ্দেশে রওনা দেয়। বাসায় শিশুটিকে না দেখে পরিবার খোঁজ করলে, আশেপাশের মানুষ মানিকের সাথে শিশুটিকে দেখেন বলে জানালে পিছু নিলে তেলিপাড়া নামক জায়গায় গিয়ে ধরে ফেলেন মানিককে।
এসময় পাচারকালে আটক মানিকের ব্যাগ থেকে ২ টি ছুরি,গরুর হাড়,ফরিদা বেগম নামের এক মহিলার আইডি কার্ড যার ঠিকানা-গুড়ুপাড়া,সরকারের হাট, রূপাহারা কামারের ডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুমনা আক্তারের স্কুল আইডি,রক্তমাখা কাপড়,রডের জিনিসপত্র সহ শিশুদের খেলনা পাওয়া যায়। পাচারকালে আটক মানিককে জিজ্ঞেস কালে সে তার বাড়ি সন্যাসী বাজার, আলমপুর,খালাসপীর পীরগন্জ,পিতা-মোজাম্মেল মিয়া,মাতা-আজেকা বেগম,বয়স-১৬ বছর বলে জানায়।
আগে তার নামে কোনো মামলা আছে কি না জানতে চাইলে বলেন,চুরির মামলা হিসেবে সাইকেল চুরি, বাচ্চা চুরি, অটো গাড়ি চুরি,বাবার টাকা চুরি সহ কয়েকটি মামলা ছিল যা এখন নাই এবং সে মাদকাসক্ত। সে আরও জানায়,গত বছর ভারতে অবৈধভাবে প্রবেশের দয়ে ৩ মাস জেলে ছিল। শিশুটির নাম-সিফাত হোসেন(৪), পিতা-ফিরোজ হোসেন, ঠিকানা- মিয়াজিটারি,পূর্ব জগতবড়, বর্তমানে পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে আছেন পাচারকালে আটক আবুল কালাম আজাদ মানিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here