নিউজবাংলা২৪ ডেস্ক: বাংলাদেশি এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে আর্থিক  লেনদেনে সহায়তা ও ঘুষ গ্রহণের জড়িত থাকার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বরখাস্ত করা হয়েছে। দেশটির উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ এ সংক্রান্ত আদেশ জারি করেন বলে মঙ্গলবার আরব টাইমস জানিয়েছে। খবরে বলা হয়, এমপি পাপুলকাণ্ডের তদন্তের পর ওই মেজর জেনারেলের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে জড়িত সন্দেহে গত ৬ই জুন সংসদ সদস্য পাপুল  দেশটির পুলিশের হাতে আটক হন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ২৪শে জুন তাকে ২১ দিনের জন্য কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here